ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সূচকের উত্থানে চলছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচকের উত্থানে চলছে লেনদেন

মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭২৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৩ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৪০ পয়েন্টে।

বুধবার ডিএসইএর লেনদেন পর্যালোচনা করে দেখা যায়, লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন দুপুর ১২টার একটু বেশি সময়ের মধ্যে ডিএসইতে ১৫৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

 

ঢাকা/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়