ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ২২ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:১০, ২২ অক্টোবর ২০২০
পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ অক্টোবর) সূচক সামান্য কমেলেও লেনদেন বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ৬৮ পয়েন্ট কমে ১ হাজার ৬৯২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণে দাঁড়িয়েছে ১ হাজার ২৯ কোটি ৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৫৫ কোটি ২৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে ১০৬টির, কমেছে ১৯২টির এবং  অপরিবর্তিত রয়েছে ৫৪টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৪ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৮ হাজার ৪২৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৯টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫১ লাখ টাকা।

ঢাকা/এনএফ/এসএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়