RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৩ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৯ ১৪২৭ ||  ০৮ জমাদিউস সানি ১৪৪২

বন্ধের খবরে দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ৩ ডিসেম্বর ২০২০  
বন্ধের খবরে দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার  

উৎপাদন বন্ধের খবরে শেয়ার দরে পতন হয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের। 

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের তালিকায় শীর্ষ স্থানে ওঠে এসেছে এই কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে চলতি অর্থ বছরের জন্য চিনি উৎপাদন বন্ধ রেখেছে শ্যামপুর সুগার।  যা বুধবার (২ ডিসেম্বর) কোম্পানির পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে।  উৎপাদন বন্ধের খবর প্রকাশের সঙ্গে সঙ্গে কোম্পানির শেয়ার দরে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। 

শেয়ার দর পর্যালোচনায় জানা গেছে, মঙ্গলবার (১ ডিসেম্বর)  কোম্পানির শেয়ার দর ৬১ টাকা ৬০ পয়সায় লেনদন হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কোম্পানির শেয়ার দর কমে দাঁড়ায় ৫৮ টাকা। অর্থাৎ কোম্পানির উৎপাদন বন্ধের খবরে শেয়ার দর কমেছে ৩ টাকা ৬০ পয়সা।

শ্যামপুর সুগার ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এই কোম্পানি বর্তমানে জেড ক্যাটাগরিতে অবস্থান করছে।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়