ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ১৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:২৫, ১৫ ডিসেম্বর ২০২০
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

প্রথমবারের মতো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন (৪ হাজার ২০০ কোটি) ডলার ছাড়িয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রিজার্ভ ছিল ৪১ দশমিক ০৩ বিলিয়ন ডলার। দেড় মাসের মাথায় তা ৪২ বিলিয়ন ডলার ছাড়ালো। গত বছর একই সময়ে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

করোনা পরিস্থিতির কারণে আমদানি কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার মজুত দিন দিন বাড়ছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। গত অর্থবছরে আমদানি ব্যয় ছিল ৫৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। যা তার আগের অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৫৬ শতাংশ কম। আমদানির পাশাপাশি বিদেশে শিক্ষা ও চিকিৎসাসহ নানা খাতে যে বৈদেশিক মুদ্রা ব্যয় হতো, তা এ সময়ে হয়নি। এটি রিজার্ভ বাড়াতে ভূমিকা রাখছে। এছাড়া, রেমিট‌্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভ দিন দিন বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ১০ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার।

ঢাকা/হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়