ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ওয়ালটনের ব্র্যান্ডিংয়ে ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কৃত

এম মাহফুজুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:৫০, ২৮ ডিসেম্বর ২০২০
ওয়ালটনের ব্র্যান্ডিংয়ে ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কৃত

অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা 

বিক্রয়োত্তর সেবা অটোমেশনের আওতায় আনতে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। সারা দেশে ব্যাপক প্রচার-প্রচারণায় চলছে ওয়ালটনের ওই ক্যাম্পেইন। এখন চলছে ক্যাম্পেইনের সিজন-৮। আকর্ষণীয় ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ইলেকট্রনিক্স পণ্য বিক্রিতে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া জাগানোয় ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাঙ্খিত সেবা পাচ্ছেন গ্রাহক। এ কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৮ এর আওতায় ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন ক্রয়ে রয়েছে ৫০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার। আছে ফ্রিজ, টিভি, এসিসহ অসংখ্য ফ্রি পণ্য। অক্টোবরের ১ তারিখ থেকে এসব সুবিধা পাচ্ছেন ক্রেতারা।

এ উপলক্ষে রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘বেস্ট ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড-২০২০’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ওই ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রেজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, হুমায়ূন কবীর, আরিফুল আম্বিয়া, মো. রায়হান, ড. সাখাওয়াৎ হোসেন, আমিন খান ও আনিস মল্লিক, ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স-এর সিইও প্রকৌশলী আল ইমরান, অপারেটিভ ডিরেক্টর শহিদুজ্জামান রানা ও সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ।

আনন্দঘন পরিবেশে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা। এসময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন ওয়ালটনের অর্ধশতাধিক ডিস্ট্রিবিউটর ও বিক্রয় প্রতিনিধি। ব্র্যান্ডিং সফলতা মূল্যায়নের ক্ষেত্রে সিজন-৮ এ দেওয়া বিভিন্ন সুবিধার পাশাপাশি করোনাভাইরাস নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পুরস্কৃত প্রতিষ্ঠানসমূহ: ক্রিয়েটিভ ইলেকট্রনিক্স (চাঁপাইনবাবগঞ্জ), মার্সেল ডিস্ট্রিবিউটর খান মটরস অ‌্যান্ড ইলেকট্রনিক্স (ময়মনসিংহ), বিহান এন্টারপ্রাইজ (মুন্সীগঞ্জ), তাছলিমা ইলেকট্রনিক্স (রাজশাহী), মার্সেল ডিস্ট্রিবিউটর নাজমা ইলেকট্রনিক্স অ‌্যান্ড এজেন্সি (যশোর), মার্সেল ডিস্ট্রিবিউটর হাজী ওবায়দুল অ‌্যান্ড সন্স এন্টারপ্রাইজ (রাজশাহী), হাজী টেলিকম অ‌্যান্ড ইলেকট্রনিক্স (নওগাঁও), মার্সেল ডিস্ট্রিবিউটর পাটোয়ারি ইলেকট্রনিক্স-২ (ফেনী), মার্সেল ডিস্ট্রিবিউটর কবির ইলেকট্রনিক্স (নরসিংদী), মার্সেল ডিস্ট্রিবিউটর ভিশন ইলেকট্রনিক্স (চট্টগ্রাম), ওয়ালটন প্লাজা (ফরিদপুর), স্বর্ণা ইলেকট্রনিক্স (কামরাঙ্গীরচর), মেসার্স নিয়ামত মটরস অ‌্যান্ড ইলেকট্রনিক্স (নাটোর), স্টার ইলেকট্রনিক্স (টঙ্গী), মার্সেল ডিস্ট্রিবিউটর মেসার্স নূর ইলেকট্রনিক্স (কুমিল্লা), তোয়া ইলেকট্রনিক্স (টাঙ্গাইল), রাকিব ইলেকট্রনিক্স (গাজীপুর), ওয়ালটন প্লাজা (দিনাজপুর), ওয়ালটন প্লাজা (রংপুর), ওয়ালটন প্লাজা (চাঁচকৈর, নাটোর), সামির ইলেকট্রনিক্স (হবিগঞ্জ), ওয়ালটন প্লাজা (মাজার রোড, মিরপুর)। 

পুরস্কৃত এরিয়া ম্যানেজাররা হলেন, শওকত হোসাইন (মার্সেল, কুমিল্লা), মওদুদ পারভেজ মামুন (উত্তরা), মোস্তফা আজিজুর রহিম (মার্সেল, বগুড়া), সোহেল রানা (ঢাকা ওয়েস্ট), আবু নাসের প্রধান (ফরিদপুর), ফিরোজার রহমান (মার্সেল, চট্টগ্রাম), নুরের সাফাহ (মার্সেল, নরসিংদী), আব্দুল্লাহ আল মামুন (মার্সেল, ফেনী), হাসানুজ্জামান (পাবনা), জাহিদ হাসান (রাজশাহী), সাইফুজ্জামান (মার্সেল, যশোর), ফজলে রাব্বি (রাজশাহী), সুব্রত দেব (ঢাকা সাউথ), মোজাম্মেল হক (মার্সেল,ময়মনসিংহ), ফজলে রাব্বি (রাজশাহী), রফিকুল ইসলাম (টাঙ্গাইল), মিজানুর রহমান (গাজীপুর), সালেহ আহমেদ (দিনাজপুর), তৌফিকুর রহমান (রংপুর), আক্তার হাবিব খান শুর (পাবনা), আসাদুজ্জামান (সিলেট), অতনু রায় (মিরপুর)।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়