ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাপ্তাহিক দাম কমার শীর্ষে অলটেক্স ইন্ডাস্ট্রিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২৩ জানুয়ারি ২০২১  
সাপ্তাহিক দাম কমার শীর্ষে অলটেক্স ইন্ডাস্ট্রিজ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ারের দাম কমার শীর্ষে উঠে এসেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ। 

সপ্তাহজুড়ে কোম্পানির শেয়ারের দাম কমেছে ১৬.৯৫ শতাংশ। এ সময়ে কোম্পানিটির মোট ১ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা দৈনিক গড়ে ২৫ লাখ ২৫ হাজার ৬০০ টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দাম কমার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জ হোলসিম। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৫.৩৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১৯৬ কোটি ৩১ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা দৈনিক গড়ে ৩৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার ২০০ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে সাভার রিফ্রাক্টরিজ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৪.৯৫ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৫৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা দৈনিক গড়ে ১০ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৩.৮৬ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ১৩.৪৮ শতাংশ, জুট স্পিনার্সের ১২.৪৯ শতাংশ, মিথুন নিটিংয়ের ১২.১২ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ১২ শতাংশ, রবি আজিয়াটার ১১.৯৮ শতাংশ এবং ডেল্টা স্পিনার্সের ১১.৪৯ শতাংশ শেয়ারের দাম কমেছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়