ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দ্বিতীয় দিনেও বিক্রেতা সংকটে ই-জেনারেশনের শেয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১  
দ্বিতীয় দিনেও বিক্রেতা সংকটে ই-জেনারেশনের শেয়ার

শেয়ারবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশনের লেনদেন শুরুর দ্বিতীয় দিনে শেয়ারটির বিক্রেতা সংকট রয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে কোম্পানির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

তথ্য মতে, বুধবার দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ৯৩ লাখ ৭৩ হাজার ২৮৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এই শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ১৫ টাকা।

প্রসঙ্গত, মঙ্গলবার ই-জেনারেশন ঢাকা ও চট্টগ্রম স্টক এক্সচেঞ্জে 'এন' ক্যাটাগরিতে লেনদেন শুরু করে। ওই দিনও শেয়ারটির বিক্রেতা সংকট ছিল।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়