ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বেড়েছে চাল, তেল, পেঁয়াজ ও সবজির দাম

মেসবাহ য়াযাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০২১
বেড়েছে চাল, তেল, পেঁয়াজ ও সবজির দাম

গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারে বেড়েছে চাল, তেল, পেঁয়াজসহ সব প্রকারের সবজির দাম। 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজে ৫-১০ টাকা দাম বেড়েছে। সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১০-১৫ টাকা পর্যন্ত। পাশাপাশি শীতকালীন সবজি টমেটো, লাউ, সিম এবং কপির দাম বেড়েছে ৫-১০ টাকা পর্যন্ত। 

বাজারে সবজির সরবরাহ কম-বলছেন ব্যবসায়ীরা। নিউ মা‌র্কে‌টের সবজি বি‌ক্রেতা কাইউম মিয়া জানালেন, মৌসুম শেষ হয়ে আসছে বলে সব ধর‌নের সবজির দাম কিছুটা বেড়েছে।

রাজধানীর হাতিরপুল, কারওয়ানবাজার আর নিউমার্কেট ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা করে।  য‌দিও চায়না বড় পেঁয়াজের কেজি গত সপ্তাহের মতো আজও ২৫ টাকা। রসুনের কেজি ১০ টাকা বেড়ে ১৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৫ টাকা বে‌ড়ে ২৫-৩০ টাকা, নতুন আলু ২০ টাকা, লাউ প্রতি পিসে ১০ টাকা ক‌মে ৪০-৫০টাকা, বেগুন (লম্বা) ৩০ টাকা আর গোল বেগুন ৫০ টাকা, গাজর ৩০ টাকা এবং সিম প্রতি কেজি ৪০-৪৫ টাকা দামে বিক্রি হচ্ছে। 

তবে চি‌নি, ডাল এবং মশলার দাম আ‌গের মতই র‌য়ে‌ছে।  আদা আগের সপ্তা‌হের চে‌য়ে ২০ টাকা ক‌মে ১২০টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের কেজি ৮০ টাকা, গত সপ্তাহে ছিল ১০০ টাকা। লেবু হা‌লি‌তে বে‌ড়েছে ২০-৩০ টাকা। কী কার‌ণে বে‌ড়ে‌ছে, সেটা বল‌তে পা‌রেন‌নি কো‌নো দোকানি। গত সপ্তা‌হে বড় এক হা‌লি এলা‌চি লেবুর দাম ছিল ৮০-৯০ টাকা। আজ সে লেবু বি‌ক্রি হ‌চ্ছে ১১০-১২০টাকায়। পাইকারি বাজার থেকে কি‌নে এ‌নে খুচরা বাজারের বিক্রেতারা এসব পণ্য ‌১০-২০ টাকা লাভে বিক্রি করছেন ব‌লে জানা‌লেন হা‌তিরপু‌ল বাজারের শ‌ফিক।

বেড়েছে বিভিন্ন কোম্পানির সয়াবিন তেলের দাম। গত সপ্তা‌হে কোম্পা‌নি ভে‌দে বি‌ক্রি হ‌য়ে‌ছে ১ লিটার ১২০-১৩০, ২ লিটার ২৪০-২৫০ এবং ৫ লিটার ৬১৫-৬২০ টাকা। তা বেড়ে সয়া‌বিন তেল প্রতি লিটার ১৩০-১৩৫, ২ লিটার ২৫০-২৬০ আর ৫ লিটার ৬৩০-৬৪০ টাকায় বিক্রি হচ্ছে। চালের দামও বেড়েছে কেজি প্রতি ২ থেকে ৫ টাকা। নাজিরশাইল কেজি ৬৫, মিনিকেট ৬৩, আটাশ ৫৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের চে‌য়ে এ সপ্তা‌হে সব মুরগীর দাম বেড়ে‌ছে কে‌জি‌তে ১০-২০ টাকা। ব্রয়লার মুরগি ১৭০ টাকা, কক জাতের মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ৩২০ টাকা বিক্রি হচ্ছে। দেশি জাতের মুরগি (১ কেজি প্রতিটি) হালি বিক্রি হচ্ছে ১৬০০-১৮০০ টাকা। গরুর মাংস গত সপ্তা‌হের ম‌তো  ৫৮০-৬০০ টাকা আর খাশির মাংস ৯০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মাছের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। হাতিরপুলের মাছ ব্যবসায়ী র‌ফিক আহমদ জানান- ভৈরব, খুলনা আর সাতক্ষীরা এলাকা থেকে প্রচুর মাছ আসে। কিন্তু কয়েকদিন যাবৎ মাছের সরবরাহ কমে যাওয়ায় দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। দেশি বড় রুইমাছ কেজি ৩৫০ থে‌কে বে‌ড়ে ৪০০ টাকা, ছোট রুই মাছ ২০০ থে‌কে বে‌ড়ে ২৫০ টাকা, কাতল ৩৫০টাকা, ইলিশের (প্রতিটি এক কেজি) হালি ৪৪০০-৪৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ সপ্তাহে সব ধরনের ডাল, চিনি, মশলাসহ অন্যান্য জিনিসের দাম আগের মতই রয়েছে বলে জানালেন নিউ মার্কেটের পাইকারি ব্যবসায়ী হোসেন মিয়া।

ঢাকা/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়