ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সর্বোচ্চ দর বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০২১  
সর্বোচ্চ দর বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের

পতমুখি পুঁজিবাজারে রোববার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়ে ডিএসইতে শীর্ষ স্থানে রয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার সর্বশেষ ১১০ টাকা ১০ পয়সা বেচাকেনা হয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১২৫ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে।

ই-জেনারেশন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৭ টাকা ১০ পয়সায় বেচাকেনা হয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, দেশ গার্মেন্টস, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড, লিবরা ইনফিউশন, সোনালী আঁশ, বিডি ল্যাম্পস ও ডমিনেজ স্টিল লিমিটেড।

 

ঢাকা/এনএফ/এসএন  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়