ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১ এপ্রিল ২০২১  
পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন

দেশের পুঁজিবাজারে বৃহস্পতিবার (১ এপ্রিল) সব ধরনের সূচকের পতন হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০২০ সালের ২৪ ডিসেম্বর ডিএসইএক্স সূচক ৫ হাজার ২১৮ পয়েন্টে নেমেছিল। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২০২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫১ কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৬০ কোটি ২৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২৩টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১১০টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৮০ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১৫৭ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৯ হাজার ২১৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২০৫ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৯টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়