ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অগ্নিকাণ্ডে মালেক স্পিনিংয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৬ এপ্রিল ২০২১  
অগ্নিকাণ্ডে মালেক স্পিনিংয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিংয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মালেক টেক্সটাইলের ফেব্রিক ইউনিটে অগ্নিকাণ্ডের কারণে উৎপাদন বন্ধ রয়েছে।

কোম্পানি ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের ৯৭.৯২৫ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে মালেক স্পিনিংয়ের।

জানা গেছে, গত ৪ এপ্রিল রাত সোয়া ১২টায় আগুন লাগে। আগুনে কোম্পানিটির ফ্যাক্টরির মেশিনারিজ, ফ্যাক্টরি শেড, এসি প্লান্ট, ইয়ার্ন এবং ফেব্রিকের ক্ষতি হয়েছে।

কোম্পানির নিজস্ব দমকল বাহিনী ও ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ছয় থেকে সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটি ফায়ার ইন্স্যুরেন্সের আওতায় রয়েছে।

মালেক স্পিনিংয়ের কোম্পানি সচিব সৈয়দ সাইফুল হক রাইজিংবিডিকে বলেন, ‘ফ্যাক্টরির যে ইউনিটে আগুন লাগে সেখানে উৎপাদন বন্ধ রয়েছে। ফের সংস্কার করে উৎপাদনে যাবে প্রতিষ্ঠানটি।’

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়