ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রতি মাসে দিতে হবে ক্রেডিট গ্যারান্টি স্কিমের ঋণের তথ্য  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ১৩ জুন ২০২১  
প্রতি মাসে দিতে হবে ক্রেডিট গ্যারান্টি স্কিমের ঋণের তথ্য  

এখন থেকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে ক্রেডিট গ্যারান্টি স্কিমের ঋণের বা বিনিয়োগের তথ্য দিতে হবে।

রোববার (১৩ জুন) কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট ক্রেডিট গ্যরান্টি স্কিম ইউনিট এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর নিকট পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ম্যানুয়াল অব ক্রেডিট গ্যারান্টি স্কিমের ৮ নম্বর অধ্যায়ের বর্নিত রিপোর্টিংয়ের পাশাপাশি এখন থেকে স্কিমের আওতায় গ্যারান্টির রেজিস্ট্রেশন প্রাপ্ত ঋণ/বিনিয়োগের হিসাবসমূহের প্রতি মাসের তথ্য পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে ক্রেডিট গ্যারান্টি স্কিম ইউনিটে হার্ডকপি এবং সফটকপি (এমএস এক্সেল ফরমেটে) ইমেইলে প্রেরণ করতে হবে।

কোনো মাসে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও শূন্য বিবরণী দাখিল করতে হবে।

মাসিক বিবরণীতে ঋণ বা বিনিয়োগ গ্রহীতা বা প্রতিষ্ঠানের নাম, উদ্যোক্তার ধরণ, ব্যবসার ধরণ, ব্যবসার খাত, গ্যারান্টি রেজিস্ট্রেশনের সূত্র নম্বর ও তারিখ, বিতরণকৃত ঋণ বা বিনিয়োগের পরিমাণ, ঋণ বা বিনিয়োগের সুদ বা মুনাফার হার, ঋণ বা বিনিয়োগ বিতরণের তারিখ, ঋণ বা বিনিয়োগ মেয়াদোত্তীর্ণের তারিখ, ঋণ বা বিনিয়োগের সর্বশেষ স্থিতির তথ্য দিতে হবে।  

/এনএফ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়