ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উৎপাদন ক্ষমতা বাড়াতে চায় সিনো বাংলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২২ জুন ২০২১  
উৎপাদন ক্ষমতা বাড়াতে চায় সিনো বাংলা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিনো বাংলার উৎপাদন ক্ষমতা বাড়াতে চায়। উৎপাদন ক্ষমতা বাড়ানোর ব্যয় প্রতিষ্ঠানটির নিজস্ব তহবিল এবং ব্যাংক ঋণ নিয়ে যোগান দেওয়া হবে বলে কোম্পানির পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির উৎপাদন ক্ষমতা প্রতি মাসে ১৫০ মেট্রিক টন বাড়াতে চায়। কোম্পানির পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য একটি টেপ এক্সট্রুশন লাইন লুম মেশিন, নিডল লুমস, ফিলার কর্ড, ওয়াটার চিলার মেশিন এবং একটি কাঁচামালের গুদাম তৈরি করবে। উৎপাদন ক্ষমতা বাড়াতে কোম্পানিটির ১৬ কোটি ৮১ লাখ ৫ হাজার টাকা ব্যয় হবে। এই অর্থ কোম্পানির নিজস্ব তহবিল এবং ব্যাংক ঋণ থেকে যোগান দেওয়া হবে।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়