ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাইট শেয়ার ছাড়বে অগ্রণী ইন্স্যুরেন্স

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ২৯ জুন ২০২১  
রাইট শেয়ার ছাড়বে অগ্রণী ইন্স্যুরেন্স

রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের অগ্রণী ইন্স্যুরেন্স। এ লক্ষ্যে কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ৩টি সাধারণ শেয়ারের বিপরীতি ১টি রাইট শেয়ার ইস্যু করবে অগ্রণী ইন্স্যুরেন্স। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাইট শেয়ার ইস্যুর লক্ষ্যে তা সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১১ আগস্ট কোম্পানিটি বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৯ জুলাই নির্ধারণ করা হয়েছে। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা অনুযায়ী পরিশোধিত মূলধন বাড়াবে।

ইজিএমে সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতির পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

ঢাকা/এনএফ/ইভা  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়