ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘এ’ ক্যাটাগরিতে এনআরবিসি ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ২ আগস্ট ২০২১  
‘এ’ ক্যাটাগরিতে এনআরবিসি ব্যাংক

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এর আগে কোম্পানিটি তালিকাভুক্তির পর থেকে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন করেছে। 

মঙ্গলবার (৩ আগস্ট) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবেগ সোমবার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনআরবিসি ব্যাংক ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে কোম্পানিটি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটির কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়