ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিনিয়োগকারীদের বিওতে ২ কোম্পানির বোনাস শেয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ১২ আগস্ট ২০২১  
বিনিয়োগকারীদের বিওতে ২ কোম্পানির বোনাস শেয়ার

বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পূর্ব ঘোষিত বোনাস লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানি বিনিয়োগকারীদের বিও হিসাব বোনাস লভ্যাংশ পাঠিয়েছে সেগুলো হচ্ছে— জনতা ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।

তথ্যমতে, কোম্পানিগুলো ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

আলোচ্য সমাপ্ত হিসাব বছরে জনতা ইন্স্যুরেন্স ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। এছাড়া রিপাবলিক ইন্স্যুরেন্স ১৪ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৭ শতাংশ বোনাস। এসব বোনাস শেয়ার আজ বিনিয়োগকারীদের বিওতে পাঠানো হয়েছে।

ঢাকা/এনএফ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়