ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ডিএসই-সিএসই’র সব সূচকে নতুন রেকর্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ৩ অক্টোবর ২০২১  
ডিএসই-সিএসই’র সব সূচকে নতুন রেকর্ড

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ সেপ্টেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসই’র সব সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।

তবে এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। আর উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ২৭.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৫৬.০৪ পয়েন্টে। ফলে ডিএসইএক্স সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩২৯.০৩ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

একইভাবে ডিএসই-৩০ সূচক ৩১.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৪১.৭১ পয়েন্টে। ফলে সূচকটিও সর্বোচ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭১০.৫২ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিকে, ডিএসইএস সূচক ১.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯৩.৯৭ পয়েন্টে। এই সূচকটিও সর্বোচ অবস্থানে পৌঁছে রেকর্ড গড়েছে।

দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। ডিএসইতে এদিন ২ হাজার ৪৩৪ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা কম।

রোববার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১০৪.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৯৩৯.৫৬ পয়েন্টে। এর আগে ৩০ সেপ্টেম্বর সিএসইএক্স সূচক ১২ হাজার ৮৬৯.৬২ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
 
আর সার্বিক সিএএসপিআই সূচক ১৭০.৬০ পয়ে৫ন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৫৪৭.৬৭ পয়েন্টে। এর আগে ৩০ সেপ্টেম্বর সিএএসপিআই সূচক ২১ হজার ৪৩৬.১০ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এছাড়া, সিএসআই সূচক ১৪.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮১.৯০ পয়েন্টে। এর আগে ৩০ সেপ্টেম্বর সিএসআই সূচক ১ হাজার ৩৭২.১৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিন সিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। দিন শেষে সিএসইতে ৭৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৪ কোটি টাকা কম।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়