ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নতুন ৬ শাখা খোলার অনুমতি পেলো গ্লোব সিকিউরিটিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ৬ অক্টোবর ২০২১  
নতুন ৬ শাখা খোলার অনুমতি পেলো গ্লোব সিকিউরিটিজ

শেয়ার কেনা-বেচার প্রতিষ্ঠান গ্লোব সিকিউরিটিজকে ছয়টি নতুন শাখা খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্রোকারেজ হাউজটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লোব সিকিউরিটিজ দেশের বিভিন্ন স্থানে শাখা অফিস খোলার জন্য বিএসইসিতে আবেদন করে। এর ধারাবাহিকতায় ৫ অক্টোবর বিএসইসি হাউজটিকে দেশের ৪টি জেলা শহর (বগুড়া, মাগুরা, মাদারীপুর ও ময়মনসিংহ) ও ২টি উপজেলা শহরে (নোয়াপাড়া, যশোর ও বিয়ানীবাজার, সিলেট) মোট ৬টি স্থানে শাখা অফিস খোলার অনুমোদন দিয়েছে।
এই অনুমোদনের জন্য গ্লোব সিকিউরিটিজ কর্তৃপক্ষ বিএসইসি ও ঢাকা স্টক এক্সেচেঞ্জ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।

গ্লোব সিকিউরিটিজ লি. কর্তৃপক্ষ বিশ্বাস করে এই ৬টি স্থানে অনুমোদন এর প্রেক্ষিতে সেখানকার আগ্রহী বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগের দুয়ার উন্মোচিত হল। সেই সঙ্গে গ্লোব সিকিউরিটিজ কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের সর্বোচ্চ আর্থিক নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।

ঢাকা/এনটি/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ