ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ৬ অক্টোবর ২০২১  
শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ অক্টোবর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ১৯.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৫১০৪ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৫৬.০৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

একইভাবে ডিএসই-৩০ সূচক ৯.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে। ফলে সূচকটি সর্বোচ্চ স্থানে পৌঁছে রেকর্ড গড়েছে। এর আগে ৫ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৭৮.১২ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিকে, ডিএসইএস সূচক ৫.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬০০.২৫ পয়েন্টে। ফলে সূচকটি সর্বোচ্চ স্থানে পৌঁছে রেকর্ড গড়েছে। এর আগে ৫ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৫৯৪.৪২ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

দিন শেষে ডিএসইতে ৩৭৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। ডিএসইতে এদিন ২ হাজার ৬৭৮ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৩২ কোটি টাকা বেশি।

বুধবার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৪৯.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৯২২.০৩ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
 
আর সার্বিক সিএএসপিআই সূচক ৮১.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৫১৪.৪২ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এছাড়া, সিএসআই সূচক ১৪.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৪.৯২ পয়েন্টে। ফলে সূচকটি সর্বোচ্চ স্থানে পৌঁছে রেকর্ড গড়েছে। এর আগে ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিন সিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। দিন শেষে সিএসইতে ১১৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৭ কোটি টাকা বেশি।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়