ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নিত্যপণ্যের দাম বাড়ছেই

মেসবাহ য়াযাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১২ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:২৩, ১২ অক্টোবর ২০২১

সয়াবিন তেল, চিনি, ডাল, পেঁয়াজের দাম বেড়েছে। সব ধরনের সবজির দাম কেজিপ্রতি বেড়েছে ৫ থেকে ২০ টাকা। মাছ এবং সকল প্রকার মুরগির দামও বেড়েছে কেজিতে ৫ থেকে ১৫ টাকা। মঙ্গলবার (১২ অক্টোবর) রাজধানীর নিউমার্কেট পাইকারি ও খুচরা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার করতে আসা মমিনুল ইসলাম বলেন, ‘বাজারে সব জিনিসের দাম প্রতিদিন বাড়ছে। সর্বত্র অরাজকতা, দেখার কেউ নেই। চাল, ডাল, মাছ, তেল, সবজি, মুরগি, পেঁয়াজ সবকিছুরই দাম বাড়তি। গত সপ্তাহের তুলনায় ৫ টাকা থেকে অন্তত ২০ টাকা কেজিপ্রতি বেড়েছে।’

নিউমার্কেটের পাইকারি ব্যবসায়ী কালাম ট্রেডার্সের মালিক আবুল কালাম বলেন, ‘আমরা কী করব? সব জিনিস বেশি দামে কিনতে হচ্ছে বলেই বেশি দামে বিক্রি করছি। ক্রেতারা আমাদের সঙ্গে রাগারাগি করছেন। অথচ, আমরা অসহায়। কোম্পানি থেকে যেভাবে কিনি, সেভাবে সামান্য লাভে বিক্রি করি।’

নিউমার্কেটে আরেক ক্রেতা রাহুল বলেন, ‘সপ্তাহখানেক আগে তেল কিনেছি লিটারে ১৫০ টাকা। আজ দাম চাচ্ছে ১৫৫ টাকা। পেঁয়াজের কেজি ৮০ টাকা, মরিচের কেজি ১৮০-২০০ টাকা, চালের কেজি ৭০ টাকা। সব ধরনের সবজির দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। একজন আরেকজনের দোষ দিচ্ছেন। আমরা আসলে সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছি।’

সবজি বিক্রেতা মজিবর বলেন, ‘শীতের সবজি আসা শুরু হয়েছে। তবে, দাম বেশি। কোনো সবজির কেজিই ৫০ টাকার নিচে না। আমরা মোকাম থেকে বেশি দামে কিনলে বেশি দামে বেচি। কম দামে কিনলে কম দামে বেচি। কেজিতে ৫ টাকা লাভ হলেই যথেষ্ট। লাভ আসলে বেশি করে পাইকারি আড়তদাররা।’

সব ধরনের মুরগির দামও গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ টাকা বেড়েছে । চাহিদা অনুযায়ী সব ধরনের মুরগির সরবরাহ কম বলে দাম বাড়ছে বলে জানিয়েছেন হাতিরপুল বাজারের প্রোটিন হাইজের বিক্রয়কর্মী মতিন মিয়া। দাম বেড়ে যাওয়ায় তাদের বিক্রি কম হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকা/মেসবাহ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়