ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২৭ অক্টোবর ২০২১  
শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার (২৭ অক্টোবর) সূচকের কিছুটা বেড়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে লেনদেনে টাকার পরিমাণ বেড়েছে। একই সঙ্গে শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। 

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ০১১.৮৮ পয়েন্টে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। তবে গত ২৫ অক্টোবর ডিএসইএক্স সূচক ১২০ পয়েন্ট পতন ঘটে।

ডিএসই-৩০ সূচক ১৭.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৪৪.৩২ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসইএস সূচক ১.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮১.৪৩ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.২৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

দিন শেষে ডিএসইতে ৩৭৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। ডিএসইতে এদিন ১ হাজার ৪৯১ কোটি ৩১ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০৪ কোটি টাকা বেশি।

এদিন অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ২০.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৩০৩.২৮ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। তবে ২৫ অক্টোবর সিএসসিএক্স সূচক ২৩৭ পয়েন্ট পতন ঘটে।

আর সার্বিক সিএএসপিআই সূচক ৩৭.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৪৮১.৮৩ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

আর সিএসআই সূচক ০.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৮.৯০ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
 
এদিন সিএসইতে ২৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। দিন শেষে সিএসইতে ৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১ কোটির টাকা বেশি।

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়