ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সরকারের পাশাপাশি বাজার তদারকি করবে এফবিসিসিআই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২ এপ্রিল ২০২২  
সরকারের পাশাপাশি বাজার তদারকি করবে এফবিসিসিআই

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে এখন থেকে সরকারের পাশাপাশি বাজার তদারকি করবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

রমজান উপলক্ষে শনিবার (২ এপ্রিল) এফবিসিসিআই’র আয়োজনে সংগঠনটির বোর্ড রুমে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতিবিষয়ক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

সিদ্ধান্ত অনুযায়ী, এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরীকে প্রধান করে ৪৬ সদস্যের একটি বাজার কমিটি করা হয়েছে। সরকারের পাশাপাশি বাজার মনিটর করবে এ কমিটি।

সভায় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, ‘সরকার কর কমিয়ে মানুষকে সহনীয় দামে পণ্য দিতে চায়। কর কমল, কিন্তু এনবিআরের কেরানিগিরির কারণে শুল্ক ও ভ্যাট ছাড়ের সুফল এখনও ব্যবসায়ীরা পাননি। রমজানে সুযোগ নিতে চান না ব্যবসায়ীরা।’

‘৪০ শতাংশের মতো সারা বিশ্বে দাম বেড়েছে। কিছু কিছু ক্ষেত্রে ১০০ শতাংশ দাম বেড়েছে। অনেক কোম্পানি ভুগছে। এমন পরিস্থিতিতে ঋণপত্রের বিপরীতে ঋণসীমা কমপক্ষে ৩২ শতাংশ বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করে বৃহস্পতিবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছেন ব্যবসায়ীরা। রোজা উপলক্ষে সরকারকে অনুরোধ করা হয়েছিল ট্যাক্স সমন্বয় করা যায় কি না। সরকার সেটা করছে। কিন্তু সেটার প্রতিফলন এখন বাজারে চান ব্যবসায়ীরা।’

জসিম উদ্দিন বলেন, ‘সরকারের সঙ্গে যে প্রতিজ্ঞা ব্যবসায়ীরা করেছেন, যেমন: ভোজ্যতেল, চিনি, চালের মতো পণ্যের দাম সহনীয় থাকবে, সেটি রক্ষা করা উচিত। উৎসব এলে দাম না বাড়িয়ে কমানো উচিত, ব্যবসায়ীরা কেন তা করতে পারে না?’

হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়