ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আগামী সপ্তাহে টিসিবির পণ্য বিক্রি শুরু, চূড়ান্ত হয়নি তেলের দাম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৯ মে ২০২২   আপডেট: ১২:১৮, ৯ মে ২০২২
আগামী সপ্তাহে টিসিবির পণ্য বিক্রি শুরু, চূড়ান্ত হয়নি তেলের দাম

ছবি: মেসবাহ য়াযাদ

প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আগামী সপ্তাহে টিসিবির পণ্য বিক্রি আবার শুরু হবে। তবে এবার সয়াবিন তেলের দাম কত রাখা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

ডিলারদের মাধ্যমে ট্রাকে করে পণ্য বিক্রি ঈদের আগে ২৪ এপ্রিল থেকে বন্ধ ছিলো।

আগামী ১৫ বা ১৬ মের মধ্যে পণ্য বিক্রি আবার শুরু হতে পারে বলে টিসিবি মূখপাত্র হুমায়ূন কবির জানিয়েছেন।

গত এপ্রিলে সর্বশেষ টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ, মসুর ডাল ৬৫ টাকা কেজি দরে ২ কেজি কিনতে পেরেছেন।

টিসিবির ট্রাক সেলে যখন সয়াবিন তেলের লিটার ১১০ টাকা ছিলো, তখন বাজারে এক লিটার সয়াবিনের দাম ছিলো ১৬০ টাকা।

এর মধ্যে বাজারে সয়াবিন তেলের সঙ্কট দেখা দিলে দামও বেশ বাড়ে। ঈদের পর প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই পরিস্থিতিতে টিসিবির ট্রাক সেলে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রস্তাব রয়েছে জানালেও সেটা কত টাকা তা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান হুমায়ূন কবির।

মেয়া/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়