ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গরুর নাম ‘পদ্মা’ ও ‘সেতু’, দাম ২৮ লাখ টাকা

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ৫ জুলাই ২০২২   আপডেট: ১২:১৫, ৫ জুলাই ২০২২
গরুর নাম ‘পদ্মা’ ও ‘সেতু’, দাম ২৮ লাখ টাকা

ছবি: রাইজিংবিডি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন হাটে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট।

সোমবার (৪ জুলাই) রাতে রাজধানীর দনিয়া কলেজ মাঠে পশুর হাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন আকারের সারি সারি গরু রয়েছে। পাশেই ক্রেতার অপেক্ষায় বসে আছেন ব্যবসায়ীরা। লোকজন এসে পশু দেখছেন। বড় আকারের পশু দেখলেই মানুষের ভিড় বাড়তে দেখা গেছে সেখানে।

ফরিদপুরের ভাঙার মালিগ্রাম থেকে ১৫টি গরু নিয়ে এসেছেন ব্যবসায়ী জাকির মাতুব্বর। এর মধ্যে বড় সাইজের দুটি গরু রয়েছে। শখ করে একটি গরুর নাম রেখেছেন ‘পদ্মা’, আরেকটির নাম ‘সেতু’। নাম শুনে মানুষের আগ্রহও বাড়ছে।  হাটে সাড়া ফেলেছে এই পশু দুটি। এ কারণে মানুষ ভিড় করছেন।

এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় গরু দুটির মালিক জাকির মাতুব্বরের। তিনি বলেন, ‘রোববার ১৫টি গরু নিয়ে এসেছি। আশা করছি ভালো দাম পাবো।’

গরু দুটির নাম ‘পদ্মা’ ও ‘সেতু’ রাখার কারণ জানতে চাইলে জাকির মাতুব্বর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত। আমার গরু দুইটাও বিশাল বড়। তাই নাম রেখেছি ‘পদ্মা’ ও ‘সেতু।’

তিনি বলেন, ‘গরু দুটির বয়স সাড়ে ৪ থেকে ৫ বছর। এক বছর আগে কিনে লালন-পালন করি। সাদাটা ফিজিয়ান এবং লালটা শাহিয়ান জাতের। প্রতিদিন ওদের একটার পেছনে খরচ হয়েছে ৭০০/৮০০ টাকা। পদ্মার ওজন ২৫ মণ। ওর দাম চাচ্ছি ১৬ লাখ। আর সেতুর ওজন ১৫ মণ। ওটার দাম চাচ্ছি ১২ লাখ। লোকজন এসে দেখছেন, দাম জিজ্ঞাসা করছেন।’

গরু দুটি দেখতে আসা সুমন নামে এক তরুণ বলেন, ‘হাটে বন্ধুদের সঙ্গে গরু দেখতে এসেছি। পরে অনেকেই বলছেন ‘পদ্মা’ ও ‘সেতু’র কথা।  সেজন্য অন্য গরু দেখার আগে আমরা এই দুইটা গরু দেখতে এসেছি। অনেক বড় গরু দুটি। দেখে ভালো লাগছে।’ 

পড়ুন

কলেজছাত্রী হামিদার ‘মানিক’ এর দাম ১৫ লাখ টাকা

/মামুন/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ