ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হতে চায় সাভার রিফ্র্যাক্টরিজ

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ১১ আগস্ট ২০২২  
পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হতে চায় সাভার রিফ্র্যাক্টরিজ

পুঁজিবাজার থেকে সেচ্ছায় তালিকাচ্যুত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাভার রিফ্র্যাক্টরিজের পরিচালনা পর্ষদ। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ও ব্যবসার কাঁচামালের অভাবসহ বিভিন্ন কারণে সেচ্ছায় তালিকাচ্যূত হতে চায়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ১ কোটি ৫৯ লাখ টাকার। কোম্পানিটির ব্যবসায় কাঁচামালের অভাব, স্থানীয় বাজারে চাহিদা কম, অল্প উৎপাদন ক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসা বন্ধের পরেও দেশে ব্যবসা করা কষ্টসাধ্য হয়ে গেছে।

কোম্পানিটি জানিয়েছে, পরিচালনা পর্ষদ প্রপার্টি, প্লান্ট এবং ইকুয়েপমেন্টের পুর্নমূল্যায়ন অনুমোদ করেছে। কোম্পানিটি রহমান মোস্তফা আলম অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্ট দিয়ে সম্পদ পুনর্মূল্যায়ন  করেছে।

সাভার রিফ্যাক্ট্ররিজ ব্যবসা বন্ধের জন্য সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটির সম্পদের মূল্য ছিল ৪ কোটি ৫৯ লাখ ৫১ হাজার ২৫ টাকা। সম্পদ পুনর্মূল্যায়নের পর মূল্য দাড়িয়েছে ১৮ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ২৮০ টাকা। সম্পদ পুনর্মূল্যায়নের পর উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ১২ লাখ ২৭ হাজার ২৫৫ টাকা।

কোম্পানিটি সেচ্ছায় তালিকাচ্যূতির জন্য বাংলাদেশসিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারহোল্ডারদের সম্মতি নেবে।

ঢাকা/তানিম/ইভা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়