ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার’ ইউএস-বাংলা

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২৪ সেপ্টেম্বর ২০২২  
‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার’ ইউএস-বাংলা

প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক

দেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় ২০২২ সালের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার’ পুরস্কার পেয়েছে। 

এছাড়া, বেস্ট রিজিওনাল এয়ারলাইন ও বেস্ট অনটাইম ফ্লাইট ডিপারচার ক্যাটাগরিতে সিলভার এবং বেস্ট ইকোনমিক ক্লাসের ফুড ক্যাটাগরিতে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা। 

আরো পড়ুন:

ইন-ফ্লাইট সার্ভিস, অভ্যন্তরীণ রুটে যাত্রী সংখ্যা, অন-টাইম ডিপারচার, ফ্লাইট সংখ্যা ও দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২২’ পুরস্কার প্রদান করেছে বাংলাদেশের অন্যতম ট্রাভেল বিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর হাত থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পুরস্কার গ্রহণ করেন। 

মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সব ধরনের স্বীকৃতিই যাত্রীদের আস্থার প্রতিদান।

পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশ সিকিউরিটিজ অ‌্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভারের হেড অব অপারেশন্স নিশা তাসনিমসহ আরও অনেকে। 

এর আগে ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৬ সালে বাংলাদেশ মনিটর থেকে দেওয়া ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’, প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন (পিএটিএ), বাংলাদেশ চ্যাপ্টার ‘এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১৬’ অর্জন করেছিলো।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়