১০ বছরের ছেলেকে বিমানবন্দরে রেখেই বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা, এরপর
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: প্রতীকী
এক কাপল তাদের দুই সন্তানকে নিয়ে দেশের বাইরে বেড়াতে যাওয়ার জন্য এয়ারপোর্টে এলেন। ওই কাপলের একটি সন্তানের বয়স ১০ বছর, আরেকটি সন্তানের বয়স আরও কম। দশ বছরের ছেলেটির সঙ্গে পাসপোর্ট থাকলেও ভিসা ছিলো না। তারপর অবিশ্বাস্য এক ঘটনা দেখা গেলো স্পেনের বার্সেলোনা বিমানবন্দরে।
বাবা-মা যখন বুঝতে পারেন তারা তাদের সন্তানকে নিয়ে দেশ ছাড়তে পারবেন না, তখন সন্তানকে রেখেই বিমানে উঠে বসেন। একা এয়ারপোর্টে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে ছেলেটি। যা এয়ারপোর্টের কর্মীদের চোখ এড়ায় না। তারা ছেলেটির সঙ্গে কথা বলে সব কথা জানতে পারেন।
ছেলেটি জানায়, তার বাবা মা অন্য দেশে বেড়াতে যাচ্ছেন। তারা বিমান উঠেও গেছেন। সময় নষ্ট না করে ওই বিমানের পাইলটকে বিষয়টি জানানো হয় বিমানবন্দ থেকে। বিষয়টি জানানো হয় বিমানবন্দরের পুলিশকেউ। তখনও বিমানটি এয়ারপোর্ট ছেড়ে যায়নি। বিমান থেকে নামিয়ে আনা হয় ওই ছেলের বাবা মাকে। এরপর তাদের থানাতেও নিয়ে যাওয়া হয়।
সেখানে তারা দাবি করেন,‘‘আমরা আমাদের এক আত্মীয়কে ফোন করে জানিয়ে দিয়েছিলাম ছেলেকে বিমানবন্দর থেকে যেন নিয়ে যায়।’’
সূত্র: এনডিটিভি
ঢাকা/লিপি