সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার বড় ধাক্কা, ইনজুরিতে রাফিনহা
লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে বার্সেলোনার সামনে বড় চ্যালেঞ্জ। উরুর চোটের কারণে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আজকের (১৮ জানুয়ারি, ২০২৬) গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না রাফিনহা। ফিটনেস ঝুঁকি এড়াতেই ব্রাজিলিয়ান উইঙ্গারকে সফরকারী দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি।
রোববার সকালে এক বিবৃতিতে বার্সেলোনা নিশ্চিত করে, ডান উরুতে পাওয়া আঘাতের কারণেই সান সেবাস্তিয়ানের এই ম্যাচে অনুপস্থিত থাকছেন রাফিনহা। তবে এটি নতুন কোনো গুরুতর চোট নয়। বরং কিছুদিন ধরেই তিনি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তারই অংশ।
২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড শেষ অনুশীলন সেশনেও অংশ নেননি। চলতি মৌসুমে পেশির অস্বস্তি নিয়েই গত কয়েক সপ্তাহ ধরে তাকে খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করছিল ক্লাবের মেডিকেল বিভাগ। ব্যথা নিয়েই টানা পাঁচ ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সও ছিল উল্লেখযোগ্য।
বছরের শুরু থেকেই বাঁ উরুর অ্যাডাক্টর অংশে অস্বস্তিতে ভুগছেন রাফিনহা। সেই কারণে তার ম্যাচ খেলার সময় নিয়েও ছিল কড়া নিয়ন্ত্রণ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি নিয়েও সংশয় ছিল আগেই। কোচ হান্সি ফ্লিক স্বীকার করেছিলেন, একটি আঘাতের পর রাফিনহা সমস্যায় পড়েছেন এবং ম্যাচের আগ মুহূর্তে তার ফিটনেস মূল্যায়ন করা হবে।
চলতি মৌসুমে আগের হ্যামস্ট্রিং চোট এবং সেই চোট পুনরায় বাড়ার কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল রাফিনহাকে। সে অভিজ্ঞতা মাথায় রেখেই এবার কোনো ঝুঁকি নিতে চাননি কোচিং স্টাফ।
রাফিনহার অনুপস্থিতি নিঃসন্দেহে বার্সেলোনার জন্য বড় ধাক্কা। রিয়াল সোসিয়েদাদের মাঠে তিন পয়েন্ট তুলে নিয়ে রিয়াল মাদ্রিদের ওপর চার পয়েন্টের লিড পুনরুদ্ধারের লক্ষ্য ছিল ব্লাউগ্রানাদের।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ১১ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন সাবেক লিডস ইউনাইটেড তারকা। এমন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া ম্যাচ খেলতে নামা বার্সার জন্য যে সহজ হবে না, তা বলাই বাহুল্য।
ঢাকা/আমিনুল