ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে পেপার প্রসেসিং

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ৩ ডিসেম্বর ২০২২  
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে পেপার প্রসেসিং

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৮৭.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর বেড়ে দাঁড়ায় ২১৫.৭০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ২৮.৬০ টাকা বা ১৫.২৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এগ্রোর ১৪.৭৬ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১৪.৪৪ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ১৩.৩১ শতাংশ, জেমিনি সি ফুডের ১১.০৮ শতাংশ, বিকন ফার্মাসিউটিক্যালসের ১০.৬১ শতাংশ, ফাইন ফুডসের ১০.১৬ শতাংশ, এপেক্স ফুডসের ৯.৯৪ শতাংশ, ইউনিক হোটেলের ৯.৬৮ শতাংশ এবং সোনালী আঁশের শেয়ারের দাম ৯.২৬ শতাংশ বেড়েছে।

ঢাকা/তানিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়