ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ২০ মার্চ ২০২৩  
বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের মধ্যে চুক্তি

রফতানি ও উৎপাদনমুখী শিল্পখাতের গ্রিন প্র্যাকটিস এবং টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক দেশীয় মুদ্রায় গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) নামে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের আয়োজনে ১৬ মার্চ ২০২৩ বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে এ তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা পাওয়ার লক্ষ্যে ৩২টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত চুক্তিপত্রের কপি পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীর কাছে হস্তান্তর করেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং পূবালী ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, নির্বাহী পরিচালক মো খুরশীদ আলমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

/সাজ্জাদ/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়