ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং করপোরেশন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ২৭ মে ২০২৩  
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং করপোরেশন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ মে) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড (বিএসসি)। 

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার ৪০৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ২২৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইনট্রাকো রিফিউলিং স্টেশন লিমিটেডের ৩ কোটি ৭৯ লাখ ৫২ হাজার ৪১১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১৫১ কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১ কোটি ২২ লাখ ২১ হাজার ১৩২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১২৯ কোটি ৯ লাখ ৮৯ হাজার টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১২৭ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার টাকা, নাভানা ফার্মাসিউটিক্যালেস লিমিটেডের ১০৮ কোটি ৯৫ লাখ ২৯ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১০৬ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকার, জেমিনি সি ফুড লিমিটেডের ১০৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকার, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০০ কোটি ১১ লাখ ১৩ হাজার টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯১ কোটি ১৯ লাখ ৬৯ হাজার টাকা এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৮২ কোটি ৩৮ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এনটি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়