বন্ড ইস্যু করবে এবি ব্যাংক
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:০১, ২১ সেপ্টেম্বর ২০২৩
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ব্যাংকটি টিয়ার-২ শর্তপূরণে বন্ড ইস্যু করবে। বন্ডের নাম হবে ‘এবি ব্যাংক সাব-অর্ডিনেটেড বন্ড-ভি’।
এবি ব্যাংক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের সম্মতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে।
ঢাকা/এনটি/ইভা