ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইটি ফ্রিল্যান্সিং খাত থেকে উৎসে কর কাটা হবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২ অক্টোবর ২০২৩  
আইটি ফ্রিল্যান্সিং খাত থেকে উৎসে কর কাটা হবে না

আইটি ফ্রিল্যান্সিং খাতে উৎসে কর কাটার বিষয়ে কয়েকদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইটি ফ্রিল্যান্সিং খাত থেকে কোনো উৎসে কর কাটা হবে না। সার্কুলারের মাধ্যমে তা স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে রোববার (১ অক্টোবর) বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংককে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে গত ২৭ সেপ্টেম্বর জারি করা সার্কুলার লেটার ১৪ স্পষ্টীকরণের লক্ষ্যে জানানো যাচ্ছে যে, আয়কর আইন, ২০২৩ এর ১২৪ ধারা এর (২) (আ) এবং ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা ২১ অনুযায়ী আইটি ফ্রিল্যান্সিং খাত থেকে কোনো উৎসে কর কর্তন করা যাবে না।

উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করার পর আইটি ফ্রিল্যান্সিং খাত থেকে উৎসে কর কাটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা- সমালোচনা চলছে।

এনএফ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়