ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আয়কর রিটার্ন দেওয়ার সময় বাড়লো দুই মাস

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:২৮, ২৯ নভেম্বর ২০২৩
আয়কর রিটার্ন দেওয়ার সময় বাড়লো দুই মাস

আয়কর রিটার্ন দেওয়ার সময় বাড়িয়ে নতুন আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন আদেশ অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তিশ্রেণীর করদাতারা রিটার্ন দাখিল করতে পারবেন। 

বুধবার (২৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড, করনীতি উইং থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এনবিআর’র দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. মহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে রিটার্ন জমা দেওয়ার তারিখ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

এনবিআর ২০২৩-২৪ করবর্ষের জন্য করদিবসের সময়সীমা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে নির্ধারিত করদিবস ৩০ নভেম্বরের পরিবর্তে ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত, স্বাভাবিক ব্যক্তি ও আয়কর আইন-২০২৩ এ সজ্ঞায়িত কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতাদের জন্যও আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আয়কর দিতে পারবে।

এ ছাড়া, আয়কর আইন, ২০২৩ এ সজ্ঞায়িত কোম্পানি করদাতার জন্য নির্ধারিত করদিবস ১৫ জানুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/হাসনাত/এনএফ

সর্বশেষ

পাঠকপ্রিয়