ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

বাজারে কারসাজি করতে দেওয়া হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী 

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৮ জানুয়ারি ২০২৪  
বাজারে কারসাজি করতে দেওয়া হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী 

বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের নেতারা

বড় ধরনের কোনো বিরূপ অবস্থার সৃষ্টি না হলে বাজার স্থিতিশীল থাকবে বলে দাবি করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

তিনি বলেছেন, নিত্যপণ্য মজুদ করে কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে, তিনি যে-ই হোন, কঠোর হাতে দমন করা হবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থনীতি বিটের রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী। 

এ সময় ইআরএফ‘র সভাপতি রেফায়েত উল্লাহ মৃধা, সাধারণ সম্পাদক আবুল কাশেম ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত  ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, মজুদদার যত ক্ষমতাশালী হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবো না। বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকারের অন্যতম দিক হচ্ছে—পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা। প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, রোজাকে সামনে রেখে দুই মাস টিসিবি'র মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি অব্যাহত থাকবে। আজ (১৮ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন শেষে কয়েকটি চালের আড়ত ঘুরে দেখেছি। কেউ কেউ দাম বাড়ানোর চেষ্টা করেছে। এ ধরনের উদ্যোগ প্রতিহত করা হবে।

হাসনাত/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়