ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

তেল ও চিনির নতুন দাম নির্ধারণ করবে সরকার  

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২৪
তেল ও চিনির নতুন দাম নির্ধারণ করবে সরকার  

রমজান উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চার পণ্যের ভ্যাট ও শুল্ক কমানোর পর ভোজ্য তেল ও চিনির নতুন দাম নির্ধারণ করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

তিনি বলেছেন, শুল্ক কমায় আগামী সপ্তাহের মধ্যে ভোজ্য তেল ও চিনির নতুন দাম নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারিত দামেই এসব পণ্য বিক্রি করতে হবে।  

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: শুল্ক কমলো চাল, তেল, চিনি ও খেজুরের 

উৎপাদনকারী ও আমদানিকারকদের উদ্দেশে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যেসব পণ্য ট্রানজিটে আছে, সেগুলো দ্রুত খালাস করে বাজারজাত করার আহ্বান জানাচ্ছি, যাতে শুল্ক সুবিধা সাধারণ ভোক্তা পর্যায়ে যায়।’ 

উল্লেখ্য, শুল্ক সুবিধা নিতে আমদানিকৃত অনেক পণ্য বিভিন্ন বন্দর থেকে ছাড় করছেন না ব্যবসায়ীরা। এ অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী আমদানিকারকদের পণ্য খালাসের তাগিদ দেন।  

তেল-চিনির মূল্য নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘তেল এবং চিনির মূল্য আমাদের ট্যারিফ কমিশন নির্ধারণ করে দেয়। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমদানিকারক এবং উৎপাদনকারীদের সঙ্গে বসে যৌক্তিক পর্যায়ে নতুন শুল্কের প্রভাব অনুযায়ী দাম নির্ধারণ করে দেবো। রমজান উপলক্ষে সে দামে পণ্য বিক্রি হবে।’

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমরা এনবিআরের সঙ্গে কথা বলব। উৎপাদক যারা আছেন, তারা কবে পণ্য আনছেন, সে হিসাব করে আগামী সপ্তাহের মধ্যে বসে নতুন শুল্কের অনুযায়ী মূল্য নির্ধারণ করে দেওয়া হবে।’

হাসনাত/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়