ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ থেকে নতুন সময়সূচিতে ব্যাংক লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ১৯ জুন ২০২৪   আপডেট: ০৯:৪৬, ১৯ জুন ২০২৪
আজ থেকে নতুন সময়সূচিতে ব্যাংক লেনদেন

ঈদের ছুটির পর আজ বুধবার (১৯ জুন) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন এবং অফিস কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী চলবে। সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলেয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

ঈদের আগে ৯ জুন কেন্দ্রীয় ব্যাংকের থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

আরো পড়ুন:

নির্দেশনা অনুযায়ী, আজ থেকে ব্যাংকগুলোতে লেনদেন শুরু হবে সকাল ১০ টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর অফিস খোলা থাকবে বা অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। অন্য এক নির্দেশনায় নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস কার্যক্রমেও নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, আর্থিকগুলোতে অফিস কার্যক্রম শুরু হবে সকাল ১০ টায়, যা চলবে বিকাল ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাপ্তাহিক ছুটি থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশন না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সূময়সূচি অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এবং ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

/এনএফ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়