ঢাকা     শনিবার   ০২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৮ ১৪৩১

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ৩ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:১২, ৩ অক্টোবর ২০২৪
সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব জব্দ করেছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসায়িক হিসাবে সব লেনদেন বন্ধ স্থগিত রাখতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিএফআইইউ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশ দিয়েছে।

বিএফআইইউ’র নির্দেশনায় এসব ব্যক্তি ও তাদের মালিকানাধীন ব্যবসায়িক হিসাবে সব লেনদেন বন্ধ রাখতে বলা হয়েছে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনও ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

বিএফআইইউ’র এক কর্মকর্তা জানান, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসেবে সন্দেহজনক লেনদেনের বিষয়ক খতিয়ে দেখতে তাদের হিসাব জব্দ করা হয়েছে। 

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক, ছেলে জিয়াউর হক ও মেয়ে মেহজাবিন হকের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউ’র নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

এনএফ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়