ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘনা পেট্রোলিয়ামের নতুন চেয়ারম্যান ফারজানা মমতাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ৭ নভেম্বর ২০২৪  
মেঘনা পেট্রোলিয়ামের নতুন চেয়ারম্যান ফারজানা মমতাজ

বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালনি খাতে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। কোম্পানিটির পরিচালন পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৭ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০৮ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮২ লাখ ১৬ হাজার ১০৯টি। এর মধ্যে সর্বশেষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সরকারের হাতে ৫৮.৬৭ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৩.২২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮.০৭ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়