ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নের সময় বাড়লো

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ৩০ এপ্রিল ২০২৫  
অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নের সময় বাড়লো

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে ট্রেকহোল্ডারদের মধ্যে অনেকেই একাধিক ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করছে। ইতোমধ্যে বিনিয়োগকারীদের সিকিউরিটিজ বিক্রি ও নগদ অর্থ আত্মসাৎ করে এই সফটওয়্যারের মাধ্যমে তা আড়াল করছে কোনো কোনো প্রতিষ্ঠান। তাই একাধিক ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার না করার পরিবর্তে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য ৩০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৩০ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫৪ তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫৪ তম কমিশন সভা গত ২৯ এপ্রিল কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ডিএসই ও সিএসই এর ২৯১টি ডুয়েল ট্রেকহোল্ডারের মধ্যে ইতোমধ্যে ১৩টি ট্রেকহোল্ডার কর্তৃক অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার পরিপূর্ণভাবে বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। 

এছাড়া ১৭৮টি ট্রেকহোল্ডার কর্তৃক অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন শেষ পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সিএসইর ৮২টি সিঙ্গেল ট্রেকহোল্ডারের মধ্যে ইতোমধ্যে ২৮টি ট্রেকহোল্ডার কর্তৃক অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার পরিপূর্ণভাবে বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। আর ১৫টি ট্রেকহোল্ডার কর্তৃক অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ বিষয়ে সার্বিক বিবেচনায় কমিশন অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়সীমা ৩০ জুন ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

উল্লেখ্য, অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন হলে পুঁজিবাজারে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধির সাথে সাথে সিডিবিএলে রক্ষিত শেয়ার বা সিকিউরিটিজের তথ্য ও স্টক ব্রোকারের নিকট রক্ষিত শেয়ার বা সিকিউরিটিজের তথ্যের মধ্যকার গরমিল হ্রাস পাবে।

ঢাকা/এনটি/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়