ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদে অথেনটিক কসমেটিকস ও স্কিনকেয়ার পণ‌্য ক্রেতাদের আকর্ষণের শীর্ষে হারল‌্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ৬ জুন ২০২৫   আপডেট: ১৮:৩৮, ৬ জুন ২০২৫
ঈদে অথেনটিক কসমেটিকস ও স্কিনকেয়ার পণ‌্য ক্রেতাদের আকর্ষণের শীর্ষে হারল‌্যান

মুসলমানদের অন‌্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে নিতপণ‌্যে ভোক্তা সাধারণের আগ্রহে রয়েছে দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস ও স্কিনকেয়ার স্টোর হারল‌্যান স্টোর। জানা গেছে, হারল‌্যান স্টোরে বিক্রি বেড়েছে কয়েক গুণ।

দেশব্যাপী এ রিটেইল শপের আউটলেটগুলোয় গত ঈদের তুলনায় বিক্রি অনেক বেশি বলে জানিয়েছেন শপটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন বিশ্বাস। তিনি বলেন, “এরই মধ্যে আমরা সারা দেশের মানুষের কাছে বিশ্বস্ততাও অর্জন করেছি। আমরা সাজসজ্জার দৈনন্দিন সব অথেনটিক পণ্য স্টোরগুলোতে নিশ্চিত করেছি। এ স্টোরে এখন পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ১৬টির অধিক ব্র্যান্ডের পণ্য।”

তিনি জানান, ঈদ উপলক্ষে হারল্যান স্টোরে চলছে ‘লাখ টাকায় লাইফ সাজাই’ অফার। এই অফারের আওতায় যেকোনো হারল্যান স্টোর থেকে মাত্র ৫০০ টাকার কেনাকাটা করলেই ক্রেতারা জিতে নিতে পারছেন নগদ এক লাখ টাকা। এছাড়াও রয়েছে নিশ্চিত গিফট কুপন। এর পাশাপাশি হারল্যান স্টোরে নির্দিষ্ট পণ্যে চলছে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট। ঈদ উপলক্ষে ক্রেতাদের জন‌্য আমাদের এই ক‌্যম্পেইনে ব‌্যাপক সাড়া মিলেছে।”

ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় বরাবরের মতো অন‌্যতম আকর্ষণ থাকে কসমেটিকস ও স্কিন কেয়ার পণ‌্য। এবারেও তার ব‌্যতিক্রম নয়। তবে এবার পণ‌্য ও আউটলেট বাছাইয়ে পেয়েছে ভিন্নতা। মানহীন ও ভেজাল পণ‌্যের ভিড়ে এবার অথেনটিক কসমেটিকস শপগুলোকেই প্রাধান‌্য দিচ্ছেন ক্রেতারা। দেশের সবচেয়ে বড় কসমেটিকস অথেনটিক রিটেইল আউলেট হারল‌্যান স্টোর রয়েছে বিক্রির শীর্ষে।

রাজধানীর গুলশান পিংক সিটি, যমুনা ফিউচার পার্ক, উত্তরা জসিম উদ্দিন, বেইলি রোড আউটলেটগুলোয় ব‌্যাপক ভিড় দেখা গেছে। বিশেষ করে ঈদের আগে স্কিন এনালাইজার মেশিন ব‌্যবহার করে পণ‌্য বাছাইয়ে বেশ লম্বা লাইন দিতে হয়েছে ক্রেতাদের।

স্টোরগুলোতে ক্রেতাদের পছন্দের শীর্ষে আছে লিপস্টিক, আইলাইনার, প্রেস পাউডার, ফাউন্ডেশন, লিপগ্লস, আইশেড কালার কসমেটিকস। এখানে পাওয়া যাচ্ছে নিওর, সিওডিল, হারল‌্যান, ব্লেইজ ও স্কিন, স্কিন মিন্ট, ডার্মো-ইউ, লিলি, কেভোটিন ও বডি অ‌্যান্ড বেয়ার্ড ব্র্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ‌্য।

হারল্যান স্টোরের প্রতিটি ব্র্যান্ডের পণ্যই উচ্চতর গবেষণা ও ফর্মুলেশন দিয়ে তৈরি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সেরা কোম্পানিগুলোর কাছ থেকে কাঁচামাল এনেই তৈরি হচ্ছে এসব পণ্য। যা ক্রমেই ক্রেতাদের মাঝে আস্থা ও নির্ভরতার কেন্দ্রবিন্দুতে পৌঁছে দিয়েছে হারল্যান স্টোরকে।

অ‌্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম‌্যানুফ‌্যাকচারার্স অ‌্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ-এএসবিএমইবি সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বলেন, দেশের বাজারে ভেজাল ও নকলের ভিড়ে ক্রেতারা যখন অসহায় ঠিক তখনই হারল‌্যান স্টোর আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। বিদেশি মেয়াদোত্তীর্ণ পণ‌্যের ডাম্পিং স্টেশনে পরিণত হওয়া বাংলাদেশের বাজারে অথেনটিক পণ‌্যের সরবরাহ নিশ্চিত করেছে হারল‌্যান স্টোর। ক্রেতারা এখন স্বাচ্ছ্বন্দ‌্যেই হারল‌্যান স্টোর থেকে সেসব পণ‌্য কিনতে পারছেন।

ঢাকা/হাসান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়