ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপন বিল পাঠাতে নতুন নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ১৭ জুন ২০২৫   আপডেট: ২২:৪৩, ১৭ জুন ২০২৫
বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপন বিল পাঠাতে নতুন নির্দেশনা

ফাইল ফটো

বিদেশি গণমাধ্যমে বাংলাদেশের পণ্যের বিজ্ঞাপন বিল পাঠাতে বৈদেশিক মুদ্রা ছাড়ের নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত নীতিমালার নিয়ম মেনে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিজ্ঞাপন বিলের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে। বিল পাঠাতে বিজ্ঞাপনের বৈধ চুক্তিপত্রের কপি, ইস্যুকৃত ইনভয়েসের কপি এবং আয়-ব্যয়ের বিবরণী (যেখানে প্রেরণযোগ্য অর্থ, কর ও অন্যান্য খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ দেখানো হবে) এবং প্রযোজ্য ক্ষেত্রে সব ধরনের কর পরিশোধ সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে।

আরো পড়ুন:

একইসঙ্গে বিজ্ঞাপন বিল প্রেরক কোনো ভুল বা অতিরিক্ত অর্থ প্রেরণ করলে তা চাহিদা অনুযায়ী অবিলম্বে দেশে ফেরত আনা হবে মর্মেও অঙ্গীকার দিতে হবে। প্রতিটি বিজ্ঞাপন সংস্থাকে বিল পাঠাতে ব্যাংকের একটি নির্দিষ্টি অথরাইজড ডিলার শাখা মনোনয়ন করতে হবে। প্রয়োজনে শাখা পরিবর্তন করতে পারবে। 

বৈদেশি মুদ্রা পাঠাতে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ধারা ৩(৪) অনুযায়ী কার্যক্রম পরিচালনা, কেওয়াইসি, মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিধিমালা অনুসরণ এবং বাংলাদেশ ব্যাংকে সময়মতো প্রতিবেদন দাখিল ও দলিল বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনার ফলে বিজ্ঞাপন সংস্থাগুলোর পক্ষে বৈদেশিক গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচারের ব্যয় ও বিল মেটানোর ক্ষেত্রে লেনদেন প্রক্রিয়া আরো সহজ ও কার্যকর করবে। একইসঙ্গে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/এনএফ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়