ঢাকা     সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২

সরকারি প্রকল্পের কনসালটেন্সি ফি পাঠাতে নতুন নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ১৮ জুন ২০২৫   আপডেট: ২২:৩৭, ১৮ জুন ২০২৫
সরকারি প্রকল্পের কনসালটেন্সি ফি পাঠাতে নতুন নির্দেশনা

ফাইল ফটো

সরকারি প্রকল্পের কনসালটেন্সি ফি, ম্যানেজমেন্ট ফিসহ অন্যান্য সেবা খাতের ফি হিসেবে বিদেশে রেমিট্যান্স পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা জারি করেছে। এসব ফি পাঠাতে বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে।

বুধবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুবিধার্থে কনসালটেন্সি ফি, ম্যানেজমেন্ট ফি ও অন্যান্য সেবা খাতে টাকা পাঠানোর (আউটওয়ার্ড রেমিট্যান্স) সাধারণ অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে বেশকিছু নির্দেশনাও মেনে চলতে বলা হয়েছে।

আরো পড়ুন:

এর মধ্যে প্রকল্পটি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত ও অর্থায়নসহ চূড়ান্ত স্বীকৃতি থাকতে হবে, বিদেশি প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে চুক্তি বাধ্যতামূলক, রেমিট্যান্সের জন্য বিদেশি প্রতিষ্ঠানের চালান এবং প্রকল্প কর্তৃপক্ষের ‘সেবা প্রাপ্তির সনদ’ জমা দিতে হবে। মূল চালানের ওপর প্রযোজ্য উৎসে কর, ভ্যাটসহ সব কর আদায় করতে হবে।

শুধু প্রকল্প কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত ব্যাংকের অথরাইজড শাখায় এই রেমিট্যান্স পাঠানো যাবে।  টাকা পাঠানোর আগে মনোনীত শাখা থেকে বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে। রয়্যালটি, টেকনিক্যাল নলেজ, টেকনিক্যাল অ্যাসিটেন্স এবং ফ্র্যাঞ্চাইজি ফি পাঠাতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গাইডলাইন মেনে চলতে হবে।

বিদেশি মুদ্রা পাঠাতে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ধারা ৩(৪) অনুযায়ী কার্যক্রম পরিচালনা, কেওয়াইসি বিধিমালা অনুসরণ এবং বাংলাদেশ ব্যাংকে সময়মতো প্রতিবেদন দাখিল ও দলিল বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনার ফলে সরকারের মেগা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক অংশীদারিত্বের কাজে অর্থ প্রবাহ ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/এনএফ/মেহেদী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়