ঢাকা     বুধবার   ০৯ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৫ ১৪৩২

চুক্তিভিত্তিক আমদানিতে আর্থিক দায়মুক্তি পেল ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ২৪ জুন ২০২৫  
চুক্তিভিত্তিক আমদানিতে আর্থিক দায়মুক্তি পেল ব্যাংক

চুক্তিভিত্তিক পণ্য আমদানিতে আর্থিক দায়মুক্তি পেল ব্যাংকগুলো। আগে এ ধরনের লেনদেনের বিপরীতে‌ দায় পরিশোধে ব্যাংকগুলোর বাধ্যবাধকতা ছিল‌। এক সার্কুলারের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে চুক্তিভিত্তিক পণ্য আমদানিতে আগ্রহী হবে ব্যাংকগুলো।

মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। 

সার্কুলারে বলা হয়েছে, চুক্তির আওতায় পণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলো আমদানিকারকের ওপর কোনো আর্থিক ঝুঁকি বা দায় থাকবে না। আমদানিকারকদের কাছ থেকে প্রাপ্ত তহবিল ব্যবহার করেই আমদানি মূল্য পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শুধু প্রক্রিয়াগত আনুষ্ঠানিকতা অনুসরণ করতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।

আরো পড়ুন:

এর আগে, ২০২২ সালের একটি সার্কুলারে ব্যাংকগুলোকে চুক্তিভিত্তিক আমদানির বিপরীতে মূল্য পরিশোধ নিশ্চিত করতে বলা হয়েছিল। এর ফলে অনেক ব্যাংক এমন লেনদেনে আগ্রহ হারিয়ে ফেলে। নতুন এই সার্কুলারের ফলে ব্যাংকগুলো আগের চেয়ে বেশি সক্রিয়ভাবে এই ধরনের আমদানি কার্যক্রমে অংশ নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, ২০২২ সালে জারি করা একটি সার্কুলারে ব্যাংকগুলোকে চুক্তির আওতায় আমদানির বিপরীতে মূল্য পরিশোধ নিশ্চিত করতে বলা হয়েছিল। এর ফলে তারা এ ধরনের লেনদেন করতে অনাগ্রহী ছিল। নতুন এই ব্যাখা ব্যাংকগুলোকে চুক্তির ভিত্তিতে আমদানি কার্যক্রমে সহায়তা করতে উৎসাহিত করবে। বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ পণ্য আমদানিতে সহযোগিতা করবে, খরচও কমাবে। এতে বৈদেশিক বাণিজ্যে গতি আসবে।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়