ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ কার্যদিবসে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৬ জুন ২০২৫   আপডেট: ১৬:৪২, ২৬ জুন ২০২৫
শেষ কার্যদিবসে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ জুন) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৫.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৩২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩.০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৯৮টি কোম্পানির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত আছে ৫৪টির।

মঙ্গলবার ডিএসইতে মোট ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৯৭.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ১৯৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫.৫০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪০০ পয়েন্টে, শরিয়াহ সূচক ৮.৫৬ পয়েন্ট বেড়ে ৮৬১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২১৬.৬৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৮৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬০টি কোম্পানির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত আছে ২৩টির।

সিএসইতে ৬০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯ কোটি ৫ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়