ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্লকচেইনভিত্তিক ‘গ্রিন এলসি’ প্ল্যাটফর্মে মার্কেন্টাইল ব্যাংকের সফল অংশগ্রহণ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ৩০ জুন ২০২৫   আপডেট: ১৮:৪৮, ৩০ জুন ২০২৫
ব্লকচেইনভিত্তিক ‘গ্রিন এলসি’ প্ল্যাটফর্মে মার্কেন্টাইল ব্যাংকের সফল অংশগ্রহণ

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ব্লকচেইনভিত্তিক ‘গ্রিন এলসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ঋণপত্র ইস্যু প্রুফ অব কনসেপ্ট কার্যক্রমে সফলভাবে অংশগ্রহণ করেছে। দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের প্রযুক্তিগত সহযোগিতায় এ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এই কার্যক্রমে ওয়ান ব্যাংক পিএলসি বেনেফিসিয়ারি ব্যাংক হিসেবে যুক্ত ছিল।

বাংলাদেশের ট্রেড ফাইন্যান্স খাতে নিরাপদ, কাগজবিহীন ও সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেম তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। ঋণপত্র লেনদেনের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের প্রতিশ্রুতি বাস্তবায়নে এটি ব্যাংকের একটি নতুন পদক্ষেপ।

গত ১৪ জানুয়ারি জারি করা এফই সার্কুলার নং ০৬ অনুসারে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ নেয়া হয়েছে। সার্কুলারে ঋণপত্র প্রক্রিয়ার ট্রান্সমিশন, অ্যাডভাইজিং, প্রেজেন্টেশন, অ্যাকসেপ্টেন্সসহ প্রতিটি পর্যায়ে ইলেকট্রনিক সমাধান ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

গত ২৫ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রুফ অব কনসেপ্ট কার্যক্রমের উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার সাহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মো. জাহিদ হোসেনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় স্পেকট্রামের এন্টারপ্রাইজ সেলস পরিচালক ফারহানুর রহমানও উপস্থিত ছিলেন।

ঢাকা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়