ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বারাকা পতেঙ্গার চেয়ারম‌্যান ও এমডি নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ৭ জুলাই ২০২৫  
বারাকা পতেঙ্গার চেয়ারম‌্যান ও এমডি নিয়োগ

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের নতুন চেয়ারম‌্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ দুই পদে নিয়োগ সম্পন্ন করেছে।

সোমবার (৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ‌্য মতে, কোম্পানিটির নতুন চেয়ারম‌্যান হিসেবে নিয়োগ পেয়েছেন গোলাম রব্বানী চৌধুরী। গত ৪ জুলাই থেকে আগামী ৫ বছরের জন্য তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে। এদিকে কোম্পানিটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল আহমেদ চৌধুরী। গত ৪ জুলাই থেকে আগামী ৫ বছরের জন্য তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

কোম্পানিটির পর্ষদ সভায় নতুন চেয়ারম্যান ও এমডির নিয়োগের প্রস্তাব পাস করা হরেছে।

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২১ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০টি। সর্বশেষ চলতি বছরের ৩১ মে পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৫.৭৬ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৯.৫৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৪.৬৬ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়