টানা তিন কার্যদিবসে সূচকের পতন, কমেছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ আগস্ট) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতন ঘটল।
এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত আছে ৭২টির।
এদিন ডিএসইতে মোট ৭৬৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪২.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২১৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৩৭ পয়েন্ট কমে ১৫ হাজার ২৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.০৪ পয়েন্ট বেড়ে ৯৫৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৯.০২ পয়েন্ট কমে ১৩ হাজার ২৮৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৬টি কোম্পানির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত আছে ২১টির।
সিএসইতে ৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক