ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ার দর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৮:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২৫
কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ার দর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর।

কোম্পানি দুটি হলো- স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি দুটি।

আরো পড়ুন:

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বুধবার স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়।

ওই চিঠির জবাবে দুই কোম্পানি ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ারের দাম বাড়ছে।

গত ২৪ আগস্ট স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর ছিল ৮০.২০ টাকা। আর ১০ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর দাঁড়িয়েছে ৮৫ টাকায়। অর্থাৎ কয়েক কার্যদিবসে কোম্পানিটির শেয়ারটির দর বেড়েছে ৪.৮০ টাকা বা ৫.৯৮ শতাংশ।

এদিকে, গত ২০ আগস্ট তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর ছিল ১৩০.৭০ টাকা। আর ১০ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৫৬.৪০ টাকায়। অর্থাৎ ১৪ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২৫.৭০ টাকা বা ১৯.৬৬ শতাংশ।

এভাবে কোম্পানিগুলোর শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এনটি/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়