গ্লোবাল ফিউচার কাউন্সিলে যোগদানের আমন্ত্রণ পেলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল ফিউচার কাউন্সিল অন রিইমাজিনিং এইড’-এ যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘গ্লোবাল ফিউচার কাউন্সিল অন রিইমাজিনিং এইড’ বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল ফিউচার কাউন্সিল নেটওয়ার্কের অংশ, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুবিষয়ক জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম। এই নেটওয়ার্কে ৩৭টি ভিন্ন ক্ষেত্রে সাত শতাধিক খ্যাতনামা বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন। প্রতিটি কাউন্সিল নির্দিষ্ট সময়ের জন্য গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, যেখানে সরকার, ব্যবসা-বাণিজ্য, একাডেমিয়া, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সংস্থার নেতৃস্থানীয় ব্যক্তিরা একত্রিত হয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যতমুখী নীতি ও পরিকল্পনা প্রণয়নে কাজ করেন।
কাউন্সিলের সদস্য হিসেবে আসিফ সালেহ্ বৈশ্বিক বিশেষজ্ঞদের একটি দলের সঙ্গে কাজ করবেন। সেখানে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে সহায়তা কার্যক্রম কীভাবে আরো কার্যকর উপায়ে পরিকল্পনা, বাস্তবায়ন ও টেকসই করা যায়, তা নতুন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হবে। এই কাউন্সিল এমন উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ধারণাকে প্রাধান্য দেবে, যা স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করবে, সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করবে এবং আন্তর্জাতিক উন্নয়ন কার্যক্রমকে আরো কার্যকর করবে।
এ প্রসঙ্গে আসিফ সালেহ্ বলেন, “ব্র্যাকের পাঁচ দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা প্রমাণ করেছে, স্থানীয় মানুষের নেতৃত্বাধীন সমাধানই সবচাইতে কার্যকর। আমি ব্র্যাকের অভিজ্ঞতা বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ভাগ করে নিতে চাই। একইসঙ্গে তাদের অভিজ্ঞতা থেকে শিখে সহায়তা কার্যক্রমের জন্য এমন এক কাঠামো তৈরি করতে চাই, যা হবে ন্যায়সংগত, টেকসই এবং জনমানুষের চাহিদা ও আকাঙ্ক্ষার প্রতিফলন।’
ঢাকা/হাসান/শাহেদ